আমাদের পরিবার ও তার গল্প

কিছুটা ভয় ছিল, তখন তারা নতুন মাত্র। কিন্তু কাজ দেখে ফিদা হয়ে গেছি। ভালো লাগল এই বাজেটে এমন সার্ভিস পেয়ে। সার্ভিস আসলেই দারুণ। উনাদের থেকে এখন আমাদের ফেসবুক ডিজাইন এর সার্ভিস নিচ্ছি।
শাহাদাত হোসেন

রেট্রো অনলাইন

সূদুর ময়মনসিংহ থেকে আমাদের উপর ভরসা রেখেছেন। আলহামদুলিল্লাহ্ আমরা এর প্রতিদান দিয়েছি সুন্দর একটা ডিজাইন দিয়ে।
আলহামদুলিল্লাহ আপনাদের সেবার মান যথেষ্ট ভালো সত্যি অবিশ্বাসকর খরচে এত ভালো সার্ভিস পাবো কল্পনা করেনি আপনাদের সফলতা কামনা করছি।
আসাদুল ইসলাম

সনিক নেটওয়ার্ক

প্রথম প্রেম যেমন আজীবন মনে থাকে ঠিক তেমন প্রথম কাজ ও তেমন সবসময় মনে থাকে। ও হ্যা, ভাই এর কাছ থেকে বকসিস ও পেয়েছি।
ডিজাইন মাসআল্লাহ্‌ অনেক সুন্দর হয়েছে। আমি তার জন্য অনেক দোয়া করি। অনেক পরিশ্রম করে।
নারগিস বেগম

জনি ক্যাবল নেটওয়ার্ক

প্রিন্স ভাই এর কাজ দেখে উনি আমাদের সার্ভিস নিয়েছেন। উনার মত ডিজাইন ছেয়ছিলেন কিন্তু আমাদের পরামর্শে নতুন সুন্দর একটা ডিজাইন করে দেয়া হয়।

ছোট ভাই ও তার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা। তুমি অনেক বড় হও, আরও ভালো ভালো কাজ করো।বেস্ট অফ লাক টিম রিজকল্যাব।
মনির

ইউ-টার্ন ট্যাকনোলোজিস

ঢাকার মধ্যে প্রথম ক্লায়েন্ট। অনেক প্রেশার ছিল, তবুও নিজের সেরাটা দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ্‌ — সফল।
সুন্দর হয়েছে। আমি হোস্টিংও নিয়েছি। ওয়েবসাইট ৩-৪ সেকেন্ডে লোড হয়। সবমিলিয়ে ভালো সার্ভিস।
মোঃ এমাম উদ্দিন

স্কাই কমিউনিকেশন সেনবাগ

ভাই আমাদের নোয়াখালীর, তাই একটু আলাদা যত্ন ছিল। শুরু থেকেই পরিচিত, কিছুদিন আগে সার্ভিস নিয়েছেন।
নাহিদ ভাইয়ের হাতের কাজে জোশ আছে। আমার বিশ্বাস উনি উন্নতি করবে। আমি অনেকেই উনার কথা বলি যারা ওয়েবসাইট করতে চায়।
আমিরুল ইসলাম

আইচগাতী অনলাইন

প্রিন্স ভাই ভালো মনের মানুষ। কল দিলেই কাজের অনেক প্রশংসা করেন। তারপর মোটিভেট করেন ও খোজখবর নেন।
ওদের ডিজাইন সেন্স অনেক ভালো। বাজেটের মধ্যে খুব সুন্দর ডিজাইনের ওয়েবসাইট তৈরি করে দিতে পারে।
মনির

এখানেই শেষ নয়, সবাই আমাদের কাছে সমান প্রিয়। এই গল্প শেষ করতে গেলে দিনের পর দিন লেগে যাবে।

আমরা

আপনার অপেক্ষায় !!

রেট্রো অনলাইন

আমাদের প্রথম সোশ্যাল মিডিয়া সার্ভিসের ক্লায়েন্ট। আমরা চেষ্টা করছি তাদেরকে সুন্দর ও ইউনিক ডিজাইন দেওয়ার।