অনেক কথা তো হল আসুন এবার কাজের জন্য ছোট্ট করে পরিচিতি
এই ডিজিটাল ঠিকানা হচ্ছে 'ডোমেইন' যা দিয়ে ডিজিটাল দুনিয়া তে আপনাকে মানুষ চিনবে বা গুগুলে সার্চ করলে পাবে
আপনার অবশ্যই ট্রেড লাইসেন্সে সেই নাম থাকতে হবে, যে নামে আপনি ডোমেইন নিবেন।** রেজিস্ট্রেশনের জন্য ট্রেড লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র (NID)-এর স্ক্যান কপি জমা দিতে হবে।
জায়গা ছাড়া ডিজিটাল ঠিকানার কোনো মূল্য নেই। এই ডিজিটাল জায়গা হচ্ছে 'হোস্টিং' — এখানেই আপনার ডিজিটাল বাড়ি হবে
আমাদের কিন্তু স্পেশাল হোস্টিং সার্ভিস রয়েছে, সঙ্গে কিছু বাড়তি সুবিধাও!
✅ ৪ সেকেন্ডে ওয়েবসাইট লোড হবে✅ ১.৫ জিবি NVMe স্টোরেজ✅ লেটেস্ট হার্ডওয়্যার✅ ১০টি ইমেইল অ্যাকাউন্ট✅ ১ জিবি RAM✅ ১ কোর CPU
🎁 বোনাস সুবিধা
১. যতদিন হোস্টিং সার্ভিস নিবেন, ততদিন ওয়েবসাইট সাপোর্ট সার্ভিস ফ্রি — অর্থাৎ যেকোনো মডিফিকেশন বা এডিট আমরা করে দিব।
২. নিয়মিত সিকিউরিটি চেকআপ
৩. নিয়মিত ব্যাকআপ
৪. আমাদের অন্যান্য সার্ভিসে স্পেশাল ডিসকাউন্ট পাবেন
ঠিকানা হলো, জায়গাও হলো — এবার তো বাড়ি করতে হবে, তাই না? এই বাড়িটাই হলো 'ওয়েবসাইট'। আপনার বাজেট অনুযায়ী হতে পারে এটা একটা ছোট্ট ঘর, অথবা দারুণ এক বিশাল বাড়ি!
বেসিক ডিজাইনের ওয়েবসাইট হবে। আমাদের রেডি করা রিসোর্স থেকে ডিজাইন করে দেওয়া হবে। সুবিধা হলো, বাজেটের মধ্যে সুন্দর একটি ডিজাইন পাবেন।
সময় – সর্বোচ্চ ৭ দিন
যেমন - Retro Online / Aichgati Online
ডিজাইন কিছুটা ইউনিক হবে। সাথে যোগাযোগের ফর্ম থাকবে। আপনার বাজেট যদি মিডিয়াম হয়, তাহলে আপনার জন্য পারফেক্ট।সময় – সর্বোচ্চ ১৫ দিন
যেমন - Seba IT
এর ডিজাইন পুরোপুরি ইউনিক হবে। এছাড়া বাড়তি কিছু ফাংশন থাকবে, যেমন প্যাকেজ অ্যানিমেশন, অ্যাডভান্স সাপোর্ট ফর্ম, আলাদা মিডিয়া পেজ।
সময় – সর্বোচ্চ ৩০ দিন
যেমন - Xplore Net BD
ক্যালকুলেটর নিয়ে বসতে হবে না, আর বেশি চিন্তাও করতে হবে না — আমরা আপনাকে সহজ হিসাব করে দিচ্ছি!আর হ্যাঁ, ভালো খবর, এখানে কোনো লুকানো খরচ নেই!
যেহেতু আপনার ডোমেইন ও হোস্টিং নেয়া আছে, সেহ্মেত্রে আপনাকে শুধু ওয়েবসাইট ডিজাইন চার্জ ৩০০০ টাকা দিতে হবে।
🎉 সাথে ১ বছরের সাপোর্ট ফ্রি⚠️ কাজ শুরু করার আগে ২০০০ টাকা পেমেন্ট করতে হবে।
আপনার ডোমেইন আছে কিন্তু হোস্টিং নেই।
ওয়েবসাইট ডিজাইন - ৩০০০ টাকা
হোস্টিং ও ওয়েবসাইট ম্যানেজমেন্ট - ২০০০ টাকা
এখন প্রথম বছরের জন্য আপনাকে ৫০০০ টাকা পেমেন্ট করতে হবে।
এর পর প্রতি বছর ২০০০ টাকা
⚠️ কাজ শুরু করার আগে ২০০০ টাকা পেমেন্ট করতে হবে।
আপনার ডোমেইন বা হোস্টিং কোনটাই নেই।
ডোমেইন - ১৫০০ টাকা
* ডোমেইন এর জন্য প্রথম বছর ৫০০ টাকা ছাড়
এখন প্রথম বছরের জন্য ৬০০০ টাকা পেমেন্ট করতে হবে।
এর পর প্রতি বছর ৩৫০০ টাকা*
⚠️ কাজ শুরু করার আগে ২০০০ টাকা পেমেন্ট করতে হবে।* ডলার এর দাম এর উপর নির্ভরশীল
যেহেতু আপনার ডোমেইন ও হোস্টিং নেয়া আছে, সেহ্মেত্রে আপনাকে শুধু ওয়েবসাইট ডিজাইন চার্জ ৫০০০ টাকা দিতে হবে।
ওয়েবসাইট ডিজাইন - ৫০০০ টাকা
এখন প্রথম বছরের জন্য আপনাকে ৭০০০ টাকা পেমেন্ট করতে হবে।
এখন প্রথম বছরের জন্য ৮০০০ টাকা পেমেন্ট করতে হবে।
যেহেতু আপনার ডোমেইন ও হোস্টিং নেয়া আছে, সেহ্মেত্রে আপনাকে শুধু ওয়েবসাইট ডিজাইন চার্জ ১৫০০০ টাকা দিতে হবে।
🎉 সাথে ২ বছরের সাপোর্ট ফ্রি⚠️ কাজ শুরু করার আগে ৫০০০ টাকা পেমেন্ট করতে হবে।
ওয়েবসাইট ডিজাইন - ১৫০০০ টাকা
হোস্টিং ও ম্যানেজমেন্ট - ৩০০০ টাকা
প্রথম বছরের জন্য হোস্টিং ও ম্যানেজমেন্ট এ উপহার হিসেবে ২০০০ টাকা ছাড় দেওয়া হবে।
এখন প্রথম বছরের জন্য আপনাকে ১৬০০০ টাকা পেমেন্ট করতে হবে।
এর পর প্রতি বছর ৩০০০ টাকা
⚠️ কাজ শুরু করার আগে ৫০০০ টাকা পেমেন্ট করতে হবে।
প্রথম বছরের জন্য হোস্টিং ও ম্যানেজমেন্ট এ উপহার হিসেবে ২০০০ টাকা ছাড় দেওয়া হবে। ডোমেইন এর জন্য প্রথম বছর ৫০০ টাকা ছাড়।
এখন প্রথম বছরের জন্য আপনাকে ১৭০০০ টাকা পেমেন্ট করতে হবে।
এর পর প্রতি বছর ৪৫০০ টাকা
আপনার ডিজিটাল বাড়ি এবার সাজাতে হবে, কারণ খালি বাড়ি দেখতে সুন্দর লাগে না। আপনার ডিজিটাল বাড়ি, অর্থাৎ ওয়েবসাইটে যত বেশি তথ্য দিবেন, ততই সেটি আরও সুন্দর ও বিশ্বাসযোগ্য দেখাবে।